বন্ধ হয়ে গেলো রেডিও ফুর্তির জনপ্রিয় অনুষ্ঠান ‘ভূত এফএম’। গত ১৩ ডিসেম্বর (শুক্রবার) জনপ্রিয় এই অনুষ্ঠানটির শেষপর্ব প্রচারিত হয়েছে। তবে নতুন করে অনুষ্ঠানটি চালু হবে কি না সে বিষয়টি এখনো অস্পস্ট রয়ে গেছে সঞ্চালক আশরাফুল আলম রাসেলের কাছে।
আশরাফুল আলম রাসেল গণোমাধ্যমকে বলেন, রেডিও ফুর্তিতে ‘ভূত এফএম’ এর শেষ পর্বটি আজ ২৭ ডিসেম্বর প্রচার করার কথা ছিল। কিন্তু পর্বটি প্রচার না করেই রেডিও কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন। নতুন করে অনুষ্ঠানটি চালু হবে কি না সে বিষয়ে কিছুই জানি না আমি।
হঠাৎ করেই বন্ধ করে দেয়ার কারণ কী? উত্তরে রাসেল বলেন, কোনো কারণ না জানিয়েই অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে পূর্ব কোনো পরিকল্পনা ছিল বলে আমার জানা নেই।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৩ আগস্ট বাংলাদেশের এফএম রেডিও ফুর্তিতে কোনোরকম প্রস্তুতি ছাড়া শুরু হয় ‘ভূত এফএম’। দীর্ঘ ১০ বছর ধরে অনুষ্ঠানটি দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের তালিকায় ছিল।