প্রাথমিকভাবে এর আওতায় জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়া এবং বেশকিছু সংবাদপত্রের ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করার ব্যবস্থা থাকছে। পরবর্তীতে এই সুবিধায় আসবে আরও বেশকিছু ওয়েব সাইট। স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাওয়ার জন্য ‘ইন্টারনেট ডট অর্গ’ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। এছাড়া ডেস্কটপ ব্যবহারকারীরা ‘ইন্টারনেট ডট অর্গ’ থেকে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন। বিনামূল্যের ইন্টারনেটে যুক্ত হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- ফেইসবুক, ইএসপিএন ক্রিকইনফো, প্রথম আলো, বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম, তথ্যপ্রযুক্তি বিভাগ, সন্ধান, সোশ্যাল ব্লাড, প্রধানমন্ত্রীর কার্যালয়, ম্যাসেঞ্জার, মায়া, হেলথপিরিওর, শিক্ষক ডটকম, ক্যাবিনেট ডিভিশন, বিডিজবস, বিক্রয় ডটকম, বিং, উইকিপিডিয়া, অ্যাকুওয়েদার, আমার দেশ বুটিক, আস্ক, বেবি সেন্টার অ্যান্ড মামা, ক্রিটিক্যাল লিংক, ফ্যাক্টস ফর লাইফ, ওয়াটপ্যাড, ইওরমানি, গার্ল ইফেক্ট, কৃষি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাইনেট।