চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালায় শ্যামলী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও একজন। বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, পাহাড়তলীর মৃত মকবুল আহম্মদের ছেলে জামাল উদ্দিন ও আতুরার ডিপো এলাকার নূর আহম্মদের ছেলে জানে আলম।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে মরদেহগুলো বের করে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে