Advertisement

আবারও শুরু হতে পারে ‘ভূত এফএম’! Bhoot FM

January 01, 2020
Last Updated

somoy

হঠাৎ করেই গেল ১৩ ডিসেম্বর রেডিও ফুর্তির জনপ্রিয় অনুষ্ঠান ‘ভূত এফএম’ বন্ধ হয়ে যায়। যদিও গেল শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার বিষয়ে ফেসবুক লাইভে এসে জানান অনুষ্ঠানটির আরজে রাসেল। কিন্তু সেটি প্রচার না করেই বন্ধ করে দেয়া হয় অনুষ্ঠানটি। 
কী কারণে অনুষ্ঠানটি বন্ধ হলো তা বলতে না পারলেও রাসেল অনুষ্ঠানটি চালু হওয়ার বিষয়ে জানান। তিনি জানান, অনুষ্ঠানটি হয়তো আবারও শুরু হতে পারে! আমাদের যারা নিয়মিত ঘটনা পাঠাতো তাদেরকে আমরা অনুরোধ করেছি। তারা যেন ঘটনা পাঠানো বন্ধ না করে। 
অনুষ্ঠানটি আদৌ চালু হবে কী? জানতে চাইলে রাসেল বলেন, প্রায় দশ বছর অনুষ্ঠানটি চলছিলো রেডিও ফুর্তিতে। আমি নিজেও চাই অনুষ্ঠানটি চলতে থাকুক। আশাকরি রেডিও ফুর্তি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি চালু করতে পারে। কবে নাগাদ করবে, সেটি এখনও জানি না।
প্রসঙ্গত ২০১০ সালের ১৩ আগস্ট বাংলাদেশের এফএম রেডিও ফুর্তিতে কোনোরকম প্রস্তুতি ছাড়া শুরু হয় ‘ভূত এফএম’। দীর্ঘ ১০ বছর ধরে অনুষ্ঠানটি দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের তালিকায় ছিল।

Xem thêm