বলিউডের অনেক নায়িকাই অস্ত্রোপচারের সাহায্য স্তনের আকার বড় করেছেন। আয়েশা টাকিয়া থেকে সুস্মিতা সেন, অনেকেই কিন্তু রয়েছেন এই তালিকায়। দেখে নেওয়া যাক সেই তালিকা।
সুস্মিতা সেন: মাত্র ২০ বছর বয়সে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন সুস্মিতা সেন।
আয়েশা টাকিয়া: সে সময়ের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন আয়েশা ৷ নিজে কখনও স্বীকার না করলেও অস্ত্রোপচারের আগের আর পরের আয়েশাকে দেখে সহজেই বোঝা যায় তাঁর লুকসের পরিবর্তন।
সুস্মিতা সেন: মাত্র ২০ বছর বয়সে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন সুস্মিতা সেন।
আয়েশা টাকিয়া: সে সময়ের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন আয়েশা ৷ নিজে কখনও স্বীকার না করলেও অস্ত্রোপচারের আগের আর পরের আয়েশাকে দেখে সহজেই বোঝা যায় তাঁর লুকসের পরিবর্তন।
শিল্পা শেট্টি: শোনা যায়, গোটা শরীরে প্রচুর সার্জারি করিয়েছেন শিল্পা ৷ এরমধ্যে রয়েছে স্তনের আকার বাড়ানোর অস্ত্রোপচারও।
শ্রীদেবী: আকার বাড়ানোর জন্য স্তনের অস্ত্রোপচার করিয়েছিলেন শ্রীদেবীও।
মল্লিকা সেরওয়াত: নাক, ঠোঁটের সঙ্গে সঙ্গে বুকেরও অস্ত্রোপচার করিয়েছিলেন মল্লিকা।
কঙ্গনা রানাওয়াত: একসময় ‘নো ব্রেস্ট’ টিটকিরি শুনতে হত কঙ্গনাকে। এরপরেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি।
বিপাশা বসু: ২০০৪ সালে স্তনের আকার বড় করতে এই সার্জারি করিয়েছিলেন বিপাশা বসুও।
রাখি সাওয়ান্ত: বুকে সিলিকন সার্জারি করিয়েছেন বলিউডের কনট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ান্ত।